পাঁচলাইশ প্রতিনিধিঃ
বর্তমান করোনা পরিস্থিতিতে স্থবির দেশের অর্থনীতি। লকডাউন পরিস্থিতি বিরাজমান হওয়ায় দিনমজুর, এতিম, দুস্থদের জীবনে নেমে এসেছে বর্ণনাতীত দুর্দশা।
এই অবস্থায় সেই অসহায় মানুষদের কাছে ইফতার ও সেহেরী সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন ছাত্রলীগের নেতা -কর্মীরা।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরেও চলছে ইফতারী বিতরণ কার্যক্রম।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি ইমরান হাসান আহমেদ ইমু’র পক্ষ থেকে আজ ইফতারী বিতরণ করলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তোয়াফ চৌধুরী মুন্না।
এতে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা
তৌকির আহম্মেদ,ইয়াছিন বাবু,ফাইরুজ কামাল,মেহরাজ হোসেন,আরমান হোসেন
তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন কদম মোবারক মুসলিম এতিম খানা , খাদিজাতুল কোবরা(রাঃ)মাদ্রাসা, রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা পরিচালনায় থাকা মানুষজন ও
২নং গেইট,মুরাদপুর মোড়ে অন্যান্য পথচারীদের মধ্যে আজ ইফতারী সামগ্রী বিতরণ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রলীগের নীতি হলো দেশের দুঃসময়ে পাশে দাড়ানো। দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো। রমযান মাসে বিভিন্ন এতিমখানায় এতিমরা করোনার কারণে বিপদগ্রস্ত হয়েছে। তাই তাদের কষ্ট লাঘবে আমাদের এই প্রয়াস।”