[english_date] | [bangla_day]

দেশের সংকটময় সময়ে জনগণের পাশে নারী নেত্রী প্রফেসর এডভোকেট কামরুন নাহার বেগম

নিজস্ব প্রতিবেদক : দেশের সংকটময় পরিস্হিতিতে পরম মমতায় কখনও প্রকাশ্য কখনও গোপনে অকাতরে দান করে যাচ্ছেন মানবাধিকার কর্মী ও নারী নেত্রী প্রফেসর এডভোকেট কামরুন নাহার বেগম।

সেই মহীয়সী মানবিক নেত্রী মৌসুমী আবাসিকের বাসা চৈতালী ভবন থেকে প্রতিদিন ত্রানসামগ্রী বিতরণ করেন।

প্রথম দফায় চন্দনপুরা মিয়া খান নগর মসজিদ এলাকায় কয়েকশ কর্মহীন হত দরিদ্র অসহায় নিম্ম-মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ এবং পরবর্তীতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য রাতে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহযোগীতায় ঘরে ঘরে পৌঁছানোর জন্য তালিকা তৈরী করা হয়।

বিশিষ্ট নারী নেত্রী, বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশন এর চেয়ারম্যন , বাংলাদেশ আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ও মহিলা আওয়ামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিনিয়র আইনজীবী প্রফেসর এডভোকেট কামরুন নাহার বেগম বিশ্ব মহামারী করোনাভাইরাসে দেশে কর্মহীন অসহায় দুস্হ মানুষের পাশে আর্থিক সহযোগীতায় করার জন্য দাঁড়ালেন।

এসময় তিনি বলেন,মানুষ মানুষের জন্য । মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটময় পরিস্হিতিতে কর্মহীন হত দরিদ্র অসহায় নিম্ম-মধ্যবিত্ত মানুষের পাশে সাধ্যমত সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক বিত্তবানদের উচিত বলে মনে করি।

তিনি আরো বলেন, যে যার অবস্হান থেকে সাধ্যমত সাহায্যের হাত বাড়ালে এই অসহায় কর্মহীন মানুষগুলোর কিছুটা হলেও কষ্ট লাগব হবে। করোনা মোকাবিলায় সবার আন্তরিক সতর্কতা ও সচেতনতা কাম্য এবং নিজের সুরক্ষা নিজেকে নিতে হবে। মহামারী থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে যারযার ধর্মমতে বেশীবেসী করে প্রার্থনা করতে হবে।

উল্লেখ্য:-এর আগেও তিনি উত্তর আগ্রাবাদ নাদের বাপের বাড়ি হালিশহর রোড় ও চৌমুহনী মৌলভীপাড়া, এবং মৌসূমী আবাসিক এলাকায় ও কয়েক একশত কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়