[english_date] | [bangla_day]

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই

ডেস্ক রিপোর্ট: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই ( ইন্না… রাজিউন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মঙ্গলবার (১২ মে) শারিরীক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছিলো অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।

এর আগে শনিবার (৯ মে) অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

আনন্দ জামান বলেন, ‘বাবার অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছে। তার হার্ট, কিডনিতে কিছু জটিলতা রয়েছে। যার জন্য কিছু টেস্ট করা হয়েছে। তবে সেগুলোতে ইনফেকশন পাওয়া যায়নি।’

সিএমএইচের করোনারি কেয়ার ইউনিট এর প্রধান কর্নেল সৈয়দা আলেয়া সুলতানার নেতৃত্বে ডাক্তারদের বিশেষজ্ঞ দল সতর্কতার সঙ্গে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এর আগে বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে শনিবার (২ মে) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহেও একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে একবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়