[english_date] | [bangla_day]

পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন রেজাউল করিম চৌধুরী

<strong>এস.ডি.জীবন: </strong>লালখান বাজার এলাকায় হালিমা হাজারী লিপির উদ্দ্যোগে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি ও আরটিসি সমিতির সদস্য হালিমা হাজারী লিপির উদ্দ্যোগে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার প্রদানকালে জননেতা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের এই দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সকল‌কে অত্যন্ত ধর্য্য সহকা‌রে সরকা‌রি নি‌র্দেশনা অনুসরন ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উ‌চিৎ সরকারী নি‌র্দেশনা যথাযথ ভা‌বে অনুসরন করা।

এ সময় সব‌চে‌য়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমা‌জের নিম্ম আ‌য়ের মানুষগু‌লোর। তারা দি‌নে আ‌নে দি‌নে খায়। বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁ‌ছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উ‌চিৎ নিম্ম আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এ‌গি‌য়ে আসা।

এসময় উপস্থিত ছিলেন পেশাজীবি নেতা আমজাদ হোসেন হাজারী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোঃ বেলাল, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজীব ও আকিব হাজারী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়