রাতের আঁধারে বিছানাতে শুয়ে,
তাঁরাদের মিটিমিটি চোখে
হৃদয় খুলে লিখি
তোমার বিদায়ের স্বরলিপী
বলছিলে কোন এক সকাল বেলা
দেখা হবে আবার
নীরবেই-
বিষাদের পেখম খুলে দিলে কেনো
প্রিয়তম পাতার হৃৎপিণ্ডে!
আজোও অপার চোখ আক্রান্ত বিছানায়
বার্তা দেয় তোমার আগমন
তোমার সাড়ার প্রতিময় বিশ্বাস।
বুকে ব্যথায়
পেলাম খুলি এখনো সেই ওয়াইটিং শব্দে
তবুও
জানালাম ভালো থেকো তুমি তোমার আরশে।