সাতকানিয়া প্রতিনিধিঃ
চলমান করোনা পরিস্থিতিতে পৌরসভাসহ সাতকানিয়ার ১১ ইউনিয়ন ও লোহাগাড়ার ৯ ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে সরকারী এবং এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজ ত্রাণ তহবিলের মাধ্যমে গত ২৬ এপ্রিল থেকে চলে আসা প্রথম পর্যায়ের ত্রাণ ও ইফতার সামগ্রীর বিতরণ কার্যক্রমের উপর এক পর্যালোচনা সভা এবং ঈদুল ফিতরকে সামনে রেখেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম নিয়ে এক পরামর্শ সভা মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র সভাপতিত্বে ১৩ মে বুধবার রাত ৯টায় চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুর ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ছালেহ, এস এম মঞ্জুরুল হক চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এইচ এম গণি সম্রাট, সাতকানিয়া উপজলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী লেয়াকত আলী, আনোয়ার হাবিব হেলাল, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক দিল মোহাম্মদ প্রমুখ।
সভায় মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র ত্রাণ তহবিল ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পৌরসভাসহ সাতকানিয়ার ১১ইউনিয়ন, লোহাগাড়ার ৯ ইউনিয়ন দুঃস্থ-দরিদ্র ও কর্মহীন দিনমজুর ও মধ্যবিত্ত পরিবার এবং এক হাজার আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সদ্য সমাপ্ত সর্বমোট ২২০০০/-(বাইশ হাজার) প্যাকেট ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতকানিয়া পৌরসভাসহ সাতকানিয়ার ১১ ইউনিয়ন ও লোহাগাড়ার ৯ ইউনিয়নে একই ক্যাটাগরির পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলারকে সাতকানিয়া উপজেলার এবং উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকে লোহাগাড়া উপজেলার সমন্বয়ক পৃথক পৃথক কমিটি গঠন করা হয়।