[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়া মডেল থানায় জীবানুনাশক চেম্বার স্থাপন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে ৫ পুলিশের মৃত্যু ও ১ হাজার পুলিশ আক্রান্ত হওয়ার পর করোনা ভাইরাসের সংক্রমক থেকে নিজেরা এবং থানায় আগতদের রক্ষা পাওয়ার জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় বসানো হল অটোমেটিক জীবানুনাশক চেম্বার।

১১ মে (সোমবার) রাতে রাঙ্গুনিয়া থানার প্রবেশ মুখে এই জীবানুনাশক চেম্বার বসানো হয়।

জীবানুনাশক চেম্বার বসানোর পর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন থানার অন্যান্য অফিসার সহ পুলিশ সদস্যরা।

জীবানুনাশক চেম্বার বসানো প্রসঙ্গে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে। এছাড়াও অনেকেই চিকিৎসাধীন রয়েছে। এমতাবস্থায় পুলিশ ও থানায় আগতদের সুরক্ষার কথা চিন্তা করে উন্নতমানের অটোমেটিক এই জীবানুনাশক চেম্বার স্থাপন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়