[english_date] | [bangla_day]

মধ্যরাতে অসহায় মানুষের পাশে রেজাউল করিম

এস.ডি.জীবন: করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। কষ্টে আছে সাধারণ মানুষ । এরই মধ্যে চলছে মাহে রমজানে সিয়াম সাধনা। বিভিন্ন দোকানের পাশাপাশি খাবারের দোকানগুলো ও বন্ধ। বিভিন্ন কারণে রাত বিরাতে বাইরে থাকা অসহায় মানুষদের খাবার নিয়ে কষ্টে থাকতে হয়।

এই সমস্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী । মধ্যরাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফুটপাতের অসহায় অবস্থায় থাকা মানুষের হাতে রান্নাকরা সেহেরীর খাবার তুলে দেন তিনি।

বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :

এ সময় তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)। তিনি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি অভুক্ত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তার মানবিক শিক্ষাকে ধারণ করে মানবকল্যানে সকলকে এগিয়ে আসা দরকার। পবিত্র রমজান মাস রহমতের মাস। এই মাসে একজন রোজাদারকে যেনো সেহেরী না করে অভুক্ত অবস্থায় রোজা রাখতে না হয়, সেজন্য আমি নিজে মধ্যরাতে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় মানুষদেরকে রান্না করা সেহেরীর খাবার পৌঁছে দিচ্ছি।

এসময় সাইফুল করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোরশেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়