নিজেস্ব প্রতিবেদকঃ মানুষ মানুষের জন্য স্লোগান কে ধারন করে একশত নিম্ন জীবী একশত পরিবার কে (চাল,আলু,পিয়াজ,ডাল,চিড়া,চিনি,)সর্বমোট ৭ কেজি নিত্য প্রয়োজনী খাদ্য
সামগ্রী বিতরন করেন পিকআপ মালিক এ এইছ মনসুর,জামাল,বাচ্চু ও সবুজ ও চাকতাই ব্যবসায়ী অজয় দত্ত,ইসমাইল, আঃ সাত্তার,সৈয়দ হোসেন,মিটুন দত্ত,নুর আলম,নজরুল,ইকবাল সওদাগর সহ অনেকই সহযোগীতা করেন, উক্ত ত্রান বিতরনে প্রধান অথিতি মহল্লা ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীন মিন্টু।
জসিম উদ্দিন মিন্টু বলেন এমন মানবিক কাজে এগিয়ে আসায় আমি সবাই কে ধন্যবাদ জানাই তিনি আরো ঘোষনা দেন আমার মহল্লায় যদি কেউ না খেয়ে থাকে তাহলে আমাকে ফোন করে কিংবা আমার বাসায় লোক পাটাবেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশা আল্লাহ।