রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকা পরিবারে খাদ্য সামগ্রী উপহার দিলেন রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় করোনা আক্রান্ত এই পরিবারে এই সহায়তা দেন তিনি।
মঙ্গলবার ১২ মে দুপুরে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই পরিবারে ১০ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল, ২ কেজি চিনি , চা পাতা, গুড়ো দুধ, পিয়াজ, রসুন, শুকনো খাবার সহ প্রায় এক মাসের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। রাঙ্গুনিয়া থানা পুলিশ সদস্যরা লকডাউনে থাকা এই পরিবারে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেন। করোনা থেকে সুস্থ না হওয়া পর্যন্ত এই পরিবারের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানান ওসি সাইফুল ইসলাম।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
উল্লেখ্য, রাঙ্গুনিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ ১৩ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রাঙ্গুনিয়ায় প্রথম করোনা আক্রান্ত নারীর দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। এদিকে উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের বাইরে রাঙ্গুনিয়ার দুই জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাদের একজনের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় এবং অন্যজনের বাড়ি পৌরসভার দক্ষিণ নোয়াগাও এলাকায়। তারা সকলেই নিজ অবস্থানে লকডাউন অবস্থায় আইসোলেশনে রয়েছেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হলেও রাঙ্গুনিয়ায় আক্রান্ত কারোরই উপসর্গ নেই এবং এখনও সুস্থ রয়েছেন বলে জানা যায়। তাই তাদের দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।