ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান আর নেই।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকায় তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের পিতা ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর শ্বশুর। আজ রাতেই গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন তার জামাতা মোজাম্মেল বাবু।