ডেস্ক রিপোর্ট: দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট নিয়ে আজ একটি গণমাধ্যমে প্রকাশি সংবাদে অসম্পূর্ণ এবং অনেক পুরনো তথ্য দেয়া হয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, দেশের ডেডিকেটেড হাসপাতাল বা আইসোলেশন ইউনিটে অক্সিজেন সরবরাহের কোন ঘাটতি নেই।
করোনা পরিস্থিতি নিয়ে শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সব উপজেলায় মোট ১০ হাজার ৩৯৪টি অক্সিজেন সিলিন্ডার আছে। মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল বাদে আমাদের ৮টি বিভাগে মোট অক্সিজেন সিলিন্ডার আছে ১৩ হাজার ৭৪৫ টি।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের কোন রকম ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৫০টি অক্সিজেন সিলিন্ডার আছে। যদিও এখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ নেই। কুয়েত মৈত্রী হাসপাতালে ১২০টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং ১২টি মিনি ফোর সিস্টেম অক্সিজেন সরবরাহ আছে।
তিনি আরো বলেন, অনেক মেডিকেল কলেজ এবং হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। কোভিড-১৯ উপলক্ষে আরো ৩ হাজার ৫০টি অক্সিজেন সিলিন্ডার কেনার ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে অক্সিজেন সিলিন্ডারগুলো দেশে এসে পৌঁছাবে। তাছাড়া ব্যবহৃত সিলিন্ডারগুলো রিফিল বা পুনরায় ভর্তির জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। কাজেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে তা অসম্পূর্ণ ও অনেক পুরোনো।