[english_date] | [bangla_day]

সৌদি আরবে করোনায় মোট ৩৫ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৪১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে সৌদি নাগরিক ও অভিবাসী মিলিয়ে ১০৯ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতদের মধ্যে ৩৫ জন প্রবাসী বাংলাদেশি। এছাড়া আক্রান্ত এবং মৃত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশ অভিবাসী।

জেলা ভিত্তিক প্রবাসী মৃত ব্যক্তিরা হলেন- ঢাকার কোরবান, মোঃ দেলোয়ার হোসেন; নড়াইলের ডাক্তার আফাক হোসেন মোল্লা; চট্টগ্রামের মোহাম্মদ হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ রহিম উল্লাহ ,নাসির উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, শেখ মোহাম্মদ আলী, আহমেদ হোসাইন, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইসলাম, মোঃ মোরশেদুল আলম, ওবায়দুর রহমান চৌধুরী জুয়েল, নুরুল ইসলাম, রাশেদ আলম তালুকদার।

এছাড়া চাঁদপুরের সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাহিদ, আজিবর, সাইফুদ্দিন টুটুল; পাবনার আব্দুল মোতালেব, ভোলার মোহাম্মদ হোসেন ওরফে রিয়াদ, মানিকগঞ্জের হান্নান মিয়া, নরসিংদীর খোকন মিয়া, বরগুনার রোস্তম খন্দকার, বরিশালের মোহাম্মদ হারুন ভূঁইয়া, নোয়াখালীর ফিরোজ, কক্সবাজারের আমানুল্লাহ এবং জিয়াউর রহমান, কুমিল্লার মাহবুবুল হক। বাকি ৫ জনের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়