[english_date] | [bangla_day]

শিশুদের মাঝে রান্না করা খাবার তুলে দিল রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

চিটাগাং মেইল  : করোনা ভাইরাস ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে। এটি প্রতিরোধ করার জন্য সক্রিয় ভাবে মাঠে কাজ করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। করোনা ভাইরাস পরিস্থিতিতে নগরীর বিভিন্ন স্থানে হতদরিদ্র, ভিখারী, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।

চলমান সেবা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কলেজ কর্তৃক পরিচালিকত সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সময় কাটানোর মাধ্যমে বর্তমান পরিস্থিতি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবতার স্বার্থে শিশু নিকেতনে শিশুদের মাঝে স্বেচ্ছাসেবকদের রান্না করা খাবার তুলে দেয়া হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, রক্ত বিভাগীয় প্রধান আমিনুল হক তারেক, সিনিয়র যুব সদস্য জ্যোর্তিময় ধর, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান হাবিবুর রহমান তুহিন, রক্ত বিভাগীয় উপ প্রধান ইস্তাকুল ইসলাম, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান শুভ চক্রবর্ত্তী, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় উপ প্রধান মোঃ মাহাবুব উল্লাহ সহ যুব সদস্যবৃন্দ।

এছাড়া যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দীন এর অর্থায়নে নগরীর মদিনা হেফজখানার, শাহ আমানত এতিমাখানা, ইসমাইলিয়া হাশেমিরা মাদরাসায় ২০ দিনের খাবার প্রদান করা হবে। মসজিদের মুয়াজ্জিনদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিনসহ যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৌছে দেয়া হয়।

আগামীকাল থেকে শুরু করে পুরো রমজানে মাসব্যাপী বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হবে। দরিদ্র, অসহায় ও ভাসমান লোকদের মাঝে স্বেচ্ছাসেবক কর্তৃক রান্না করা ইফতার সরবরাহের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মন্দির, প্যাগাডো ও গির্জায় বিভিন্ন সেবায়তদের ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য হিসেবে উপহার সামগ্রী বিতরণ করা হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়