[english_date] | [bangla_day]

সীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

Info Chittagong

চিটাগাং মেইল: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় শরীরে জ্বর নিয়ে হাসান (৫) নামে এক শিশু মারা গেছে। বুধবার রাত থেকে তার শরীরে জ্বর আসে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বিকালে শিশুটির লাশ মাদামবিবিরহাট এলাকায় দাফন করা হয়েছে।

শিশুটির শরীরে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মৃত হাসানের বাবা চা দোকানের কর্মচারি মোহাম্মদ হোসেন। তিনি পরিবার নিয়ে মাদামবিবিরহাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পশ্চিমে আলী আজম মাষ্টারের ভাড়া বাসায় থাকেন । তার বাড়ি নোয়াখালী।

ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, শরীরে জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে সেখান থেকে চিকিৎসক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং লাশ দাফন করার অনুমতি দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক নুর উদ্দিন বলেন, জ্বরে মারা যাওয়া শিশুর করোনা আক্রান্ত কিনা নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়। রেজাল্ট আসলে জানা যাবে শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ছিল কিনা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়