চিটাগাং মেইল: চট্টগ্রামে সবজির বৃহৎ পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজার স্থানান্তরিত হচ্ছে রেলস্টেশন সংলগ্ন পার্কিংয়ে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে অস্থায়ীভাবে সরানো হচ্ছে এ বাজার।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে রেলস্টেশন পার্কিংয়ে চালু হবে অস্থায়ী এ বাজার। সকাল ১১টায় বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে অস্থায়ী এ বাজারে ব্যবসায়ীরা তাদের পণ্য স্থানান্তর করা শুরু করেছেন।
পুলিশ জানিয়েছে, বাজারে একটি প্রবেশ গেইট ও একটি বের হওয়ার গেইট থাকবে। বাজারের ক্রেতা-বিক্রেতা সবার মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার করা বাধ্যতামূলক।
এছাড়া বাজারের প্রবেশ গেইট ও ভেতরের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনো ক্রেতা বা বিক্রেতা মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া বাজারে প্রবেশ করতে পারবেন না।
বাজারের ভেতরে পুলিশের একটি কন্ট্রোল রুম বসানো হয়েছে। প্রবেশ গেইটে সার্বক্ষণিক পুলিশ দায়িত্ব পালন করবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃত্ত চিহ্নিত করে দেওয়া হয়েছে।
সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রেয়াজউদ্দিন বাজার রেলস্টেশন সংলগ্ন পার্কিংয়ে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সিএমপি কমিশনার স্যার বাজার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতি: মহাব্যবস্থাপক সরদার সাদাত আলী বলেন, পুলিশের পক্ষ থেকে জায়গাটি ব্যবহার করার অনুমতি চেয়েছিলো। অনুমতির জন্য তাদেরকে রেলওয়ের এস্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলি।
রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন রেলস্টেশনের কার পার্কিংয়ের জায়গাটি এক ইজারাদারের নামে বুকিং হলেও করোনা পরিস্থিতি মোকাবিলায় সাময়িক বাজার বসানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ যে উদ্যোগ নিয়েছে তা সময়োপযোগী সিদ্ধান্ত।
সুত্র: বাংলানিউজ।