[english_date] | [bangla_day]

পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা’র ইফতার সামগ্রী বিতরণ

চিটাগাং মেইল : পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে গত ২১ ও ২২ এপ্রিল দুইদিন ব্যাপী চলমান ইফতার সামগ্রী বিতরণ কাযক্রম অব্যাহত রয়েছে।

সংগঠনের উপদেষ্টাদের পরামর্শে এবং সভাপতির নেতৃত্বে পরিচালনা পরিষদ ও সদস্যদের অক্লান্ত পরিশ্রমে দুইটি টিমের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়। প্রথমদিন পূর্ব কাটগড় এলাকায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করা হয় হলে দ্বিতীয় দিন মাইজপাড়া,চৌধুরী পাড়া,চড়িহালদা,মুসলিমাবাদ, ধুমপাড়া,নাজির পাড়া,খেজুর তলা এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইতোমধ্যে প্রায় ২৪০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি এড.হুমায়ুন কবির।

সম্প্রতি লকডাউনের শুরুর দিকে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যেগে ২৫০ পরিবারে মাঝে শুকনো খাবার এবং ভাসমান ছিন্নমূল, মানুষের জন্য ৫০০ প্যাকেট ফুড ব্যাংকের আয়োজন করা হয়েছিল।

ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মো.ইকবাল হোসেন, সহ-সভাপতি মো. নেছার উদ্দিন সোহেল, মো.জাহেদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক মো. রুবেল সাজ্জাদ, অর্থ সম্পাদক মো.জাবেদ পারভেজ, সহ- অর্থ সম্পাদক মো.বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.গিয়াস আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শাহিদুল ইসলাম রুমেল, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক নারগিস আলম দিবা, আইন বিষয়ক সম্পাদক এড.মো. ওমর ফারুক রানা, সাংস্কৃতিক সম্পাদক মো.হেলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদুল আলম মুন্না, কার্য নির্বাহী সদস্য মো. রাশেদ খান, মো.সাজ্জাদুল আলম মিরাজ, মো.জাবেদ হোসেন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়