চিটাগাং মেইল: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর ডাকে চট্টগ্রামের করোনা পরিস্থিতি মোকাবেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে । ২২ এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের করোনা পরিস্থিতি মোকাবেলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা চট্টগ্রামের বিভিন্ন সংকট-সম্ভাবনার চিত্র তুলে ধরেন।
সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের দেওয়া ত্রাণ কার্যক্রমের সঠিক বণ্টন এর উপর জোর দেওয়া হয়। প্রশাসনিক এবং রাজনৈতিক নেতা-কর্মীদের সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়েও কথা বলেন বক্তারা। সবাইকে সমন্বয় করেই চট্টগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলা ও প্রধানমন্ত্রীর ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি করার নির্দেশনার বিষয়ে আলোচনা করতেই মূলত সভা আহবান করা হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সভায় নিজের সংসদীয় আসনের উদাহরণ টেনে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘আমার এলাকায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্বাচিত প্রতিনিধিরা সমন্বয় করে কাজ করছে। সেখানে সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে নেয়া কার্যক্রমগুলোকেও সমন্বিতভাবে করা হচ্ছে। ফলে এখন পর্যন্ত ৫ দফায় মানুষের কাছে সাহায্য পৌঁছতে পেরেছি আমরা। আজ সেখানে ষষ্ঠ দফা সহায়তা পৌঁছানোর কাজ চলছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ডাকা এই সভায় অংশ নেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৬ আসনের সাংসদ এবি এম ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোসলেহ উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসাইন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম ও বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহীম হোসেন বাবুল, দক্ষিণ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, বিএমএ সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম সহ বিএমএ নেতৃবৃন্দ।