[english_date] | [bangla_day]

দেশে করোনায় একদিনে ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪

Info Chittagong

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৩৩৮২ জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ পাঁচজন এবং মহিলা চারজন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুইজন করনাভাইয়ারসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮৩ হাজার ১৮১ জন। প্রাণহানির সংখ্যা এক লাখ ৭০ হাজার ৫০১।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৬ লাখ ৫২ হাজার ৭৬১ জন। এখনো ১৬ লাখ ৫৯ হাজার ৯১৯ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়