চিটাগাং মেইল : বাংলাদেশের ক্রিকেটের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৫০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার হচ্ছে।
মূলত বিদেশ থেকে আসা প্লেনের যাত্রীদের এ কোয়ারেন্টিন সেন্টারে ১৪ দিনের জন্য রাখা হবে।এ ছাড়া আমিন জুট মিল সংলগ্ন টেক্সটাইল কলেজ ভবনেও ৩০০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করা হচ্ছে।
সোমবার ২০ এপ্রিল মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠক করে কোয়ারেন্টিন সেন্টার চালুকরণে চসিকের বিদ্যুৎ বিভাগ,পরিচ্ছন্ন বিভাগসহ প্রয়োজনীয় সেবা সহায়তা চায় সেনাবাহিনী।
টাইগারপাসের চসিক দফতরে মেয়রেরর সঙ্গে বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর ২৪ কোর ডিভিশনের লে. কর্নেল শাহজাহান ও মেজর মো সালাউদ্দিন।মেয়র সেনাবাহিনীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন চালুকরণে চসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ সময় মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকে প্রকৌশলী ঝুলন দাশ ও পরিচ্ছন্নতা বিভাগের প্রধান শফিকুল মান্নান সিদ্দিকী যিশু উপস্থিত ছিলেন।
আবুল হাশেম বলেন, বিদেশফেরত যাত্রীদের রাখার জন্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৫০ শয্যার ও আমিন জুট মিল সংলগ্ন টেক্সটাইল কলেজ ভবনে ৩০০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার হবে। এগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।