[english_date] | [bangla_day]

করোনা সন্দেহে মাকে রাস্তায় ফেলে চলে গেল সন্তানরা

ডেস্ক রিপোর্ট: করোনা সন্দেহে সাভারে এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে গেছে পরিবারের লোকজন। রোববার (১৯ এপ্রিল) রাতে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রশাসন। সকালে ওই নারীর শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে ওই নারীকে দেখেই তাদের সন্দেহ হয়। কেউ তার কাছে ভিড়ছিলেন না। মনে হচ্ছিল, না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে এলাকাটিতে বেশ কয়েকজন করোনা রোগী পাওয়া গেছে। ফলে ওই নারীকে তার সন্তানরা ফেলে রেখে পালিয়ে যায়। ঝামেলা হওয়ার ভয়ে ওই নারী সন্তানদের ঠিকানা বলছেন না। কার বাসায় ছিলেন, তাও জানা যাচ্ছে না।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ বলেন, করোনায় আক্রান্ত ভেবে স্বজনেরা তাকে ফেলে গেছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ওই নারী করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষায় ওই নারীর যদি করোনা পজিটিভ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। আর যদি নেগেটিভ হয়, তাহলে তাকে কোনো আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়