[english_date] | [bangla_day]

সৃজনশীল ক্যারিয়ার গড়ার ৫ টিপস

লাইফস্টাইল ডেস্ক: কর্মজীবনের স্বপ্নগুলো সবচেয়ে শক্তিশালী হয় তাদেরই, যারা কাজের প্রতি সৃজনশীল। কিন্তু সেই স্বপ্ন কি বাস্তব করা সম্ভব? অনেক মানুষ আছে, যারা তাদের স্বপ্ন ছেড়ে দেয় পূরণ না হওয়ার ভয়ে। তাহলে আপনি কীভাবে এমন একটি ক্যারিয়ার গড়ে তুলবেন যেখানে সৃজনশীলতা, প্রতিভা, দক্ষতা বিকাশের মাধ্যমে সফল হওয়া সম্ভব হবে। চলুন জেনে নেওয়া যাক আপনার স্বপ্ন পূরণ করে সফল ও সৃজনশীল ক্যারিয়ার গড়ার ৫ টিপস-

ক্যারিয়ার কোন দিকে যাবে?

আপনার ক্যারিয়ারের গঠনে দিকনির্দেশনা অনুসারে চলা জরুরি। আপনি আপনার ক্যারিয়ার কোন দিকে নিতে চান তা নিয়ে ভাবুন। আপনি কী করতে ভালোবাসেন বা আপনার কী করতে ভালো লাগে? ক্যারিয়ারে নতুন কিছু শেখার জন্য বা নতুন ধারণার জন্য চেষ্টা করুন। আপনি যে কাজে ভালো তার চর্চা করুন, কাজের গতি বাড়ান এবং কাজের প্রতি দৃঢ় থাকুন।

সময় নিন

আপনার মাথায় অনেক সৃজনশীল ধারণায় ভরে আছে কিন্তু আপনার এই ধারণা দিয়ে কি পেট ভরবে, মাথায় ওপর ছাদ হবে এবং আপনার বিল পরিশোধ হবে? সেজন্য একাধিক কাজ করা উচিত যেন একদিকে ফোকাস দিতে গিয়ে আপনার মাথার উপর ছাদ ও খাওয়া-দাওয়ায় কোনো অসুবিধা বা অভাবের সম্মুখীন না হতে হয়। একটি সৃজনশীল ক্যারিয়ারে স্বাবলম্বী হতে কিছুটা সময় লাগে। তাই হাতে সময় নিয়ে তবেই নামুন সৃজনশীল ক্যারিয়ার গঠনে।

আপনি আপনার কাজের প্রতি সৃজনশীল কিন্তু কী করবেন, কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পারছেন না? আপনার কার কাজ ভালো লাগে, কে আপনাকে অনুপ্রাণিত করে? যারা এরকম রয়েছে, তাদের সফলাতার ধরন অনুসরন করুন, তাদের ব্লগ পড়ুন, সোশ্যাল মিডিয়াতে তাদের অনুসরণ করুন। সুযোগ থাকলে তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলুন এবং তাদের কাছ থেকে শিখুন। এছাড়াও আপনার কাজ সম্পর্কিত কোনো ইভেন্ট, সেমিনার বা ওয়ার্কশপে যাওয়ার মাধ্যমেও জানতে বা শিখতে পারেন। যদি সম্ভব হয় যারা নিজের সৃজনশীল প্রতিভা দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের সঙ্গে কথা বলুন ও তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানুন।

ইন্টার্নশিপ

ইন্টার্নশিপ-এর মানে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা। যেখানে শেখার সুযোগ থাকে এবং বেতন গুরুত্বপূর্ণ নয়। কারণ ইন্টার্নশিপ করার মূল উদ্দ্যেশ্য হলো, সময়মতো কর্মস্থানে উপস্থিত থাকা, কঠোর পরিশ্রম করা, কাজে ব্যস্ত থাকা, সবার সঙ্গে ভালো আচরণ করা, কাজের সঙ্গে সম্পর্কিত নতুন বিষয় শেখার চেষ্টা করা। আপনি ইন্টার্নশিপ সেখানেই করবেন যেখানে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন এবং ক্যারিয়ার গড়ে ওঠার পরে নিজের কাজের জন্য খ্যাতিও অর্জন করতে পারবেন।

অনেকের মধ্যে একজন

সৃজনশীল কর্মজীবনে সাফল্য আসতে একটু সময় লাগে। তাই অনেক বাধা আসা সত্ত্বেও হাল না ছেড়ে দিয়ে লক্ষ্যে অটুট থাকা চাই। একটি সৃজনশীল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান, সমালোচনা এবং বিপত্তির মুখোমুখি হতে হয়। এজন্য সৃজনশীল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে দৃঢ় মানসিক মনোভাব এবং কাজের চ্যালেঞ্জ পার করার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। যা আপনাকে অনেকের মধ্যে একজন হতে সাহায্য করবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়