[english_date] | [bangla_day]

ওষুধ খেলেই মস্তিষ্কে যাবে শরীরচর্চার সংকেত, ঝরবে মেদ

ডেস্ক রিপোর্ট: দেহের বাড়তি মেদ ঝরাতে মাথার ঘাম পায়ে ফেলছেন অনেকেই। অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে উঠে সকাল সকাল জিমে যেতে হচ্ছে। নাকে বিরিয়ানির গন্ধ পেলেও মুখে তুলছেন না মোটেও। ভাবছেন, এত কষ্ট না করে যদি বিছানায় শুয়ে-বসেই ওজন ঝরানো যেত, তা হলে কী ভালোই না হত!

সেদিন আর বেশি দূরে নেই। ওষুধ নিয়ে গবেষণারত একদল মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেছেন তেমনই একটি ওষুধ। যেটি খাওয়া মাত্রই শরীরের পেশি, মস্তিষ্কের কাছে সংকেত পৌঁছবে যে ওই ব্যক্তি শরীরচর্চা করেছেন। সুতরাং তার দেহের মেদ কমাতে হবে।

এক বিবৃতিতে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই ওষুধটি শরীরে এমনভাবে কাজ করবে যেন ওই ব্যক্তিটি ম্যারাথনে দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপাতত ওষুধটির নাম দেওয়া হয়েছে এসএলইউ-পিপি-৩৩২।

এ ব্যাপারে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষণা প্রধান টমাস বুরিস বলেন, শরীরচর্চা করলে শরীরে যে ধরনের পরিবর্তন আসে, এই ওষুধটিও একইভাবে কাজ করবে। তবে শুধু শরীরচর্চা করলে যে শ্রম দিতে হয়, এখানে তা করার প্রয়োজন নেই।

আপাতত মাসখানেক ধরে স্থূলকায় বেশ কিছু ইঁদুরের ওপর এই এসএলইউ-পিপি-৩৩২ ওষুধটি প্রয়োগ করা হয়েছে। তাদের খাওয়া-দাওয়ায় কোনো পরিবর্তন আনা হয়নি বলেই জানিয়েছেন গবেষকেরা। শরীরচর্চা করার তো প্রশ্নই নেই।

ওষুধ প্রয়োগের ২৮তম দিনে এসে গবেষকরা দেখেছেন, ওই ইঁদুরদের শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মেদের পরিমাণ ১২ শতাংশ কমে গেছে। তবে মানবদেহে এই ওষুধটি কাজ করবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তারা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়