[english_date] | [bangla_day]

সুতির কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: শুধু গরমে নয়, অনেকে সারা বছর ধরেই সুতি কাপড়ের পোশাক পরতে পছন্দ করেন। তবে উৎসব বা অনুষ্ঠান হলে আলাদা বিষয়। সুতির কাপড় বেশি ধুলে রং ফ্যাকাসে হয়ে যেতে পারে। তাই এটি কাচার সময় উজ্জ্বলতা ধরে রাখতে ঠিক কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেসব বিষয়ে জানা যাক।

রোদে সুতির কাপড় রোদে শুকোতে না দেওয়াই ভালো। এতে কাপড়ের রং উঠে যেতে পারে।

সুতির কাপড় কাচার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। তরল সাবানে কাচা সম্ভব হলে ভালো। এছাড়া গরম পানিতে ভিজিয়ে রাখা উচিত হবে না। এতে এর রং উঠেও যেতে পারে। সুতির পোশাক কাচার সময়ে ঠান্ডা পানিই ব্যবহার করা উত্তম।

ওয়াশিং মেশিনে সুতির কাপড় কাচার সময় সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে। সুন্দর গন্ধও বের হবে।

কিছু সুতির কাপড় প্রথমবার কাচার পর থেকেই রং উঠতে শুরু করে। এ ক্ষেত্রে কাপড় ধোয়ার সময় লবণ পানি দিয়ে তা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যেতে পারে। এরপর সাবান দিয়ে কেচে ফেলতে হবে। তাহলে কাপড় থেকে রং উঠবে না। এতে উজ্জ্বলতাও বজায় থাকবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়