ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় দেশের মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন। কিন্তু কয়েকদিন পরেই শুরু পবিত্র মাহে রমজান। আর রমজানের আগেই অসচ্ছল শিল্পীদের বাসায় খাদ্য সমগ্রী যাবে বলে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, করোনাভাইরাসের কারণে অনেক শিল্পীই বিপাকে পড়েছেন। এরই মধ্যে আমরা অসচ্ছল শিল্পীদের একাধিকবার সহযোগিতা করেছি। এ সহযোগিতায় যারা এগিয়ে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, কয়েকদিন পরই পবিত্র রমজান। অসচ্ছল শিল্পীদের পাশাপাশি অনেক শিল্পীর টাকা থাকা সত্ত্বেও বাইরে বের হতে পারছেন না। তাই উদ্যোগ নিয়েছি, রোজার আগে শিল্পীদের বাসায় খাদ্যদ্রব্য পৌঁছে দেব।
এদিকে দেশে করোনা সংক্রমিত হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে নিয়মিত যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এর আগে সাধারণ শিল্পীদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চিত্রনায়ক অনন্ত জলিল ও ডিপজলের দেয়া ত্রাণ দু’দফায় বিতরণ করে সংগঠনটি।