[english_date] | [bangla_day]

বাংলাদেশে করোনার মিছিলে নতুন ৩০৬, মৃত্যু ৯ !

চিটাগাং মেইল: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৮৪ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ২১৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫৮ হাজার ৯২৫ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৩৮৮।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮৩৭ জন। এখনো ১৫ লাখ ২৮ হাজার ৭০০ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়