[english_date] | [bangla_day]

শাহ আমানত বিমানবন্দরে সিগারেট ও প্রসাধনী সামগ্রী জব্দ

চিটাগাংমেইল ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে এসব সিগারেট ও প্রসাধনী জব্দ করা হয়।

১৪ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইটের ১০-১২ জন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে কাস্টম হাউস চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট এসব সিগারেট জব্দ করে। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

YouTube player

কাস্টমস সূত্রে জানা গেছে, তল্লাশিকালে ৭৭ মিনিকার্টন ডানহিল, ২০ মিনিকার্টন ইজি, ৪০ মিনিকার্টন মন্ড ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এছাড়াও জার্মানির ৩৮ পিস Procomil Spray, ইউকে’র ৮৩ পিস Avoquin 4% Cream এবং ১৬৭ পিস Rowatinex Tablet আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শারজাহ থেকে আসে। ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ কিছু অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। জব্দ করা এসব পণ্যের বিষয়ে শুল্ক আইন, ১৯৬৯ মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়