থানচি প্রতিনিধি: উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহনে মঙ্গল শোভযাত্রার মাধ্যমে থানচিতে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯ এর বর্ষবরণ।
১লা বৈশাখ সকাল ১১টায় মঙ্গল শোভযাত্রা পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় বাংলা নববর্ষকে নিয়ে ছাত্র/ছাত্রীদের উপস্থিত বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরুস্কার প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানি।প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) রাহুল চন্দ, থানচি থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়,থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।
অন্যদিকে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসাবি উৎসব পালন উপলক্ষে গানে গানে র্যালি বের করে।এসময় পাহাড়ী বাঙ্গালীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহন করেন।