[english_date] | [bangla_day]

দূর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের পাশে থাকে: মেয়র রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেকোন দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ায়। আওয়ামীলীগ যখন বিরোধী দলে ছিল সে সময়েও যেকোন দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে।আজ করোনার ছোবলে মানুষ যখন অসহায় তখন আওয়ামী লীগ কর্মীরাই মাঠে থেকে মানবতার সেবা দিয়ে যাচ্ছে। তিনি যে কোন দুযোর্গ মোকাবেলায় আওয়ামী লীগ কর্মীদের জনগণের পাশে থাকতে আহ্বান জানান।

০৫ মে বুধবার বিকেলে ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আলম এর উদ্যোগে আমিন জুট মিল মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীর জন্য অনেক কিছু দিয়েছেন এবং আরো দিতে চান। কিন্তু আমাদের মধ্যে চিন্তা ও কর্মের সমন্বয় না থাকায় চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী নগরী হিসেবে সাজাতে ব্যর্থ হচ্ছি। যারা চট্টগ্রামের ভাল চান এবং সুন্দর স্বপ্ন দেখেন তাদের পরামর্শ নিয়ে দল-মত নির্বিশেষে অভিন্ন প্লাটফর্ম তৈরী করে চট্টগ্রামকে আধুনিক নগরীতে রূপান্তর করতে চাই।

YouTube player

তিনি চসিকের আয় বৃদ্ধিতে নানামুখি প্রকল্প গ্রহন করার উপর গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান। চসিকের সেবার মান ও পরিধি আরো বাড়াতে সচেষ্ট আছেন বলে অভিমত ব্যক্ত করেন। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্যোগে আর্থিক সহায়তার আড়াই হাজার টাকা করে চট্টগ্রামে ৯৯ হাজার ৯৭৭ পরিবার যে ঈদ উপহার পাচ্ছেন এর জন্যে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আবদুল মালেক,বি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ভূঁইয়া

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. শেখ ফরিদ, মো. আলমগীর, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ বেগম, সহ-সভাপতি শারমিন আক্তার, আইন সম্পাদিকা মুক্তা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়