কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাগেরহাটের ডিসি মো. মামুনুর রশিদকে কক্সবাজারে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তার মানবিক কর্মকান্ডের মাধ্যমে জেলাবাসীর মন জয় করে নিয়েছে।তিনি কক্সবাজারের মানুষের কাছে মানবিক জেলা প্রশাসক হিসেবে বেশ পরিচিত।
উল্লেখ্য,ডিসি কামাল হোসেন ২০১৮ সালের মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছেন।