[english_date] | [bangla_day]

কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

চিটাগাং মেইল : বাড়ি থেকে রাগ করে বের হয়ে পথে ঘুরছিল ১৫ বছর বয়সী এক কিশোরী। তাকে আশ্রয় ও খাবার দেওয়ার কথা বলে হোটেল গার্ডেন সিটিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করছিল খলিলুর রহমান খলিল (৪০) নামে একজন।

একই হোটেলে ইয়াবা ব্যবসায়ীর অবস্থান রয়েছে এমন তথ্যে অভিযানে গেলে ওই কিশোরীকে কান্নারত দেখতে পায় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।

পুলিশকে ওই কিশোরী জানায়, তাকে আশ্রয় ও খাবার দেওয়ার কথা বলে হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে একজন। পুলিশ ওই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত খলিলুর রহমান খলিলকে আটক করে। ধর্ষণে সহযোগিতা করায় হোটেলের ম্যানেজার আব্দুল আহাদকে (৪৫) আটক করা হয়।

পুলিশ সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে ওই কিশোরীর বাবা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রোববার রাতে হোটেল গার্ডেন সিটিতে ইয়াবা ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক কিশোরীকে কান্নারত দেখতে পায় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। ওই কিশোরী জানায়, রাগ করে সে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় খলিলুর রহমান খলিল তাকে আশ্রয় ও খাবার দেওয়ার কথা বলে হোটেল গার্ডেন সিটিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।

ওসি বলেন, হোটেল রুম থেকে খলিলুর রহমান খলিলকে আটক করা হয়। খলিল হোটেলে রুম নেওয়ার সময় নাম ও ঠিকানা এন্ট্রি করেননি। হোটেলের ম্যানেজার আব্দুল আহাদ তাকে ধর্ষণে সহযোগিতা করেছে। সে কারনে তাকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমরা ওই কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়