মুহাম্মদ রুশনী মোবারক,
পটিয়া প্রতিনিধি – পটিয়া প্রেস ক্লাব ও বিএমএসএফ’র উদ্যোগে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। পটিয়া শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সভাপতি এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএমএসএফ পটিয়া উপজেলার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা, সাংবাদিক আবদুর রাজ্জাক, সেলিম চৌধুরী, এস এম রহমান, ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, কামরুল ইসলাম, থাপা বড়ুয়া, এম মহিউদ্দিন চৌধুরী, কাউসার আলম প্রমুখ। এতে বক্তারা বুদ্ধিজীবী দিবসে সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণের মাধ্যমে শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। পরে সাংগঠনিক আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।