[english_date] | [bangla_day]

ঘুমধুমের দফাদার ছৈয়দ আলম ইয়াবাসহ পুলিশের হাতে আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির একটি চৌকষ দল বিশেষ অভিযান চালিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির অধিনস্থ একটি বাজার হতে সৈয়দ আলম (৪০) কে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি ডিসকভার মোটর সাইকেল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

আটক ছৈয়দ আলম পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বড়ইতলি এলাকার মৃত জলিল আহমেদের পুত্র। এছাড়া সে ঐ উপজেলার ঘুমধুম ইউনিয়নের দফাদার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়