[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. হানিফ (৩০)। তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকার সুলতান আহমেদের ছেলে। ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই দিন আগে ওই যুবক নিখোঁজ হয়। অতিরিক্ত মদপানে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর প্যান্টের পকেট থেকে মদের বোতল আলামত হিসেবে পাওয়া গেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত হানিফের ভাই মো. আমিন তাঁর লাশ শনাক্ত করেন। তিনি বলেন, দুই দিন আগে তাঁর ভাই নিখোঁজ হয়েছিলেন। তিনি পেশায় দিনমজুর।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়