[english_date] | [bangla_day]

কুতুবদিয়ার জলদস্যু সম্রাট ছালেহ আহমদ আটক

কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার জলদস্যু সম্রাট ছালেহ আহমদ (৫৫) কে রবিবার দুপুরে কুতুবদিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা গেইটে অবস্থান করার সময় তাকে আটক করে৷

থানা সূত্রে জানা গেছে, রবিবার ২২নভেম্বর দুপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে, এসআই সানাউল্লাহ, এসআই ছৈয়দ শফিউল করিম, এসআই ফকরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এএসআই আমান উল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে৷

তার বিরুদ্ধে কুতুবদিয়া থানাসহ পার্শ্ববর্তী উপকূলীয় বিভিন্ন থানায় এক ডজনের অধিক ডাকাতি, খুন, মাদক (ইয়াবা) মামলা রয়েছে৷ এরই মধ্যে ছালেহ আহমদ মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী ও জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন৷

দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়ে৷ তখন থেকেই আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে আদালত কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে৷ রবিবার দুপুরে কুতুবদিয়া থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা মূলে আটক করে বলে কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম নিশ্চিত করেন৷

আটক ছালেহ আহমদ প্রকাশ ছাইল্যা ডাকাত কুতুবদিয়া দ্বীপের লেমশিখালী ইউনিয়নের হক পাড়ার মৃত আবু মুছার ছেলে৷ সে কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সম্রাট আইয়ুব আলীর মেঝ ভাই৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়