[english_date] | [bangla_day]

ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে “মশিউল আলম স্বপনের” শোক

ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে “মশিউল আলম স্বপনের” শোক
আশির দশকে মাঠ কাঁপানো সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার কাউন্সিলার চট্রগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির সভাপতি মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের প্রধান পৃষ্টাপোষক, সাবেক কৃতি ফুটবলার মশিউল আলম স্বপন।

রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।

বিবৃতিতে “মশিউল আলম স্বপন” বাদল রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাবেক কৃতি ফুটবলার স্বপন বলেন ‘বাদল রায়ের খেলা দেখেই আমরা বড় হয়েছি। তার দু’পায়ের যাদুতে পুরো ফুটবল মাঠ মাতিয়ে রাখতেন। ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি যেমন সফল তেমনি ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি ফুটবলের জাগরণে অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশের ফুটবলের বিরাট শূন্যতা সৃষ্টি হহলো।’

আজ (রবিবার) বিকেল ৫ টা ৩৫ মিনিটে ধানমণ্ডির বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ বাদল রায়। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল মোহামেডানের বাদল রায় হিসেবে খ্যাতি অর্জন করা দেশের ফুটবলের অন্যতম এ তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়