[english_date] | [bangla_day]

মাস্ক না পরে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি: জরিমানা

চিটাগাং মেইল : মাস্ক না পরে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি করার দায়ে চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ নভেম্বর) ছুটির দিন বিকেলে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ডিসি হিল এবং কাজীর দেউড়ি শিশু পার্কে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।

নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। তিনি মাস্ক ছাড়া সৈকত এলাকায় ঘোরাঘুরির দায়ে ১০টি মামলায় ১০ জনকে ৮৫০ টাকা জরিমানা করেন।

চট্টগ্রাম চিড়িয়াখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি মাস্ক না পরায় ১৯টি মামলায় ২৭ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন কাজীর দেউড়ি শিশুপার্ক, ডিসি হিল এবং শিল্পকলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি ১৩টি মামলায় ১৩ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়