চিটাগাং মেইল: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ – সেবার সেই ব্রত নিয়ে চট্টগ্রামে চালু হয়েছে ৫০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। যেখানে সুবিধা-বঞ্চিত মানুষেরা এক টাকায় সেবা পাবেন।
শুক্রবার (২০ নভেম্বর) নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। যেখানে মাসে ১০ হাজার রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
হাসপাতালটি উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
জানা যায়, এই হাসপাতাল থেকে নিজের কাছে থাকা যে কোনও জিনিসের বিনিময়েও সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। প্রস্তাবিত ৫০ শয্যার এ হাসপাতালে থাকবে ২১ শয্যার জেনারেল, ১২ শয্যার জরুরি, ১৬ শয্যার কোভিড ওয়ার্ড এবং ১ শয্যার ডেন্টাল ইউনিট। দেশের প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলিমেডিসিন সার্ভিস। এই হাসপাতালে স্বেচ্ছায় সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্য কর্মীরা।
দারিদ্র্য জয় করতেই স্বপ্নের হাসপাতালের বাস্তবে রূপায়ন বলে জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ। এর আগে নগরীর পতেঙ্গা এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল করা হয়।