চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রেস লেখা গাড়ি চলতে পারবে না: ওসি সিরাজ
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রেস স্টিকার লাগিয়ে মহাসড়কে কোন নাম্বার বিহীন , রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন কোনো যান চলতে পারবে না। এ ধরনের কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার ২১ অক্টোবর এমনটি জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।তিনি আরো জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত যেসব ইয়াবা পাচার হয়ে আসছে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে পটিয়ার ক্রসিং হাইওয়ে পুলিশ। আপনারা সহযোগিতা করুন। যতই রাত হোক না কেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ মহাসড়ক পাহারায় থাকবে।
ওসি জানান, ধ্বংসাত্মক ইয়াবা পাচাররোধে সব সময় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। তাছাড়া মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, যানজট নিরসন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।