[english_date] | [bangla_day]

সন্ধ্যায় উপকূল অতিক্রম করবে নিম্নচাপ

চিটাগাং মেইল : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সন্ধ্যার মধ্যে দেশের উপকূল অতিক্রম করবে। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন ঢাকাস্থ আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

আবদুর রহমান খান বলেন, নিম্নচাপটি সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করবে। তবে আগের থেকে এর তীব্রতা আরও কমে আসায় সমুদ্র বন্দরগুলোর সতর্ক সংকেত কমানো হয়েছে। ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়