চিটাগাং মেইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সদ্য-সাবেক কার্যনির্বাহী কমিটির অব্যবস্থাপনা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে কারণে তা বাতিল করে নতুন এ্যাডহক কমিটি গঠন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর।
১৯ সেপ্টেম্বর গৃহিত সিদ্ধান্তের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহম্মদ মজুমদার-এমপি স্বাক্ষরিত আদেশে তা জানা যায়।
রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলা ইউনিটের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ চৌধুরীর প্রস্তাবনার ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রকাশিত উক্ত আদেশে।
উক্ত আদেশে আরো উল্লেখ করা হয়,কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট এর কার্যনির্বাহী কমিটি সোসাইটির মৌলিক নীতিমালা লংঘন করে সঠিকভাবে কার্য পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার 1973 (P.O-26.1973)Article 9C(1) এর প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান কার্যনির্বাহী কমিটি কে রহিত করার আদেশ প্রদান করছি। একই সাথে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৯ অক্টোবর ২০২০ থেকে ১৮ জানুয়ারি ২০২১পর্যন্ত ০৩ মাস মেয়াদে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালনার জন্য এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো
চেয়ারম্যান কার হয়েছে মোস্তাক আহমেদ চৌধুরীকে।ভাইস চেয়ারম্যান হয়েছেন এড: আয়াছুর রহমান, সেক্রেটারি খোরশেদ আলম।
কার্যনির্বাহী সদস্য যথাক্রমে : এটিএম জিয়া উদ্দিন চৌধুরী,মাহামুদুল করিম মাদু,জাহাঙ্গীর আলম জানু,সোহেল আহম্মেদ বাহাদুর ,হামিদা তাহের, প্রিয়তোষ শর্মা চন্দন, তাহমিনা চৌধুরী লুনা, অধ্যাপক আবদুর রহিম প্রমুখ।
উল্লেখ, নবগঠিত এডহক কমিটির মেয়াদ হবে ১৮ জানুয়ারি ২০২১ সাল পর্যন্ত। একি সাথে মেয়াদের সমাপ্তের পূর্বে উক্ত আদেশ অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।