[english_date] | [bangla_day]

দাবী আদায়ে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে – আ জ ম নাছির উদ্দীন

দাবী আদায়ে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে – আ জ ম নাছির উদ্দীন

আজ ১৬ অক্টোবর, শুক্রবার বিকালে নগরীর দেওয়ানহাট চত্বরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ডবলমুরিং থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের মতো শ্রমনিবিড় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক সমঝোতা ও হৃদ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শ্রমিক কর্মচারীর অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। শ্রমিকের ঘামে ভেজা শ্রমের উপর দাঁড়িয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির মূল কারিগর আমাদের শ্রমিক সমাজ। এই শ্রমিকের উন্নত সুন্দর জীবন নিশ্চিতে সরকার নানামুখী কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফর আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ। ১৯৬৯ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠালগ্ন হতে ৬৯-এর গণ আন্দোলন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর নির্দেশে সক্রিয় অংশগ্রহণ করে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন এবং ৩০ হাজার শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ শহীদ হয়েছেন। তারই ধারাবাহিকতায় স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ অদ্যাবধি শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে মেহনতি মানুষের একমাত্র মুক্তির সনদ এই জাতীয় শ্রমিক লীগ। চতুর্থ শিল্পায়নের বিশ্বে চট্টগ্রাম মহানগরে অঞ্চলে কর্মরত শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

ডবলমুরিং থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে,ফাতাউর রহমানের সঞ্চালনায়ে এসময় আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক,২৪ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকেরিয়া, ২৭ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর এইচ,এম,সোহেল ২৮ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,২৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসিফ খাঁন, মহানগর আওয়ামী লীগের সদস্য দোস্ত মোহাম্মদ,রেলওয়ে শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, ডবলমুরিং আওয়ামী লীগের নেতা সিরাজুদ্দৌলা সিরু, বিদ্যুৎ শ্রমিক লীগের মহানগরের যুগ্ম সম্পাদক মোঃ কাইয়ুম,বেসিক নন বেসিক সমন্বয় যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, সদস্য সচিব মীর হোসেন মিলন,ডবলমুরিং থানা শ্রমিক লীগের মোস্তফা জুয়েল, জীবন,রাজু,খোকন,আরজু,মান্নান, আবদুল রাজ্জাক, সেলিম, সালাউদ্দিন, সহ ডবলমুরিং থানা শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়