[english_date] | [bangla_day]

ধর্ষণের বিরুদ্ধে দীঘিনালা মানবাধিকার কমিশনের মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর রবিবার বেলা ১০.৩০ ঘটিকায় দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাদাত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু নিউটন মহাজন, দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি এফ এম আলমগীর মিয়া, সদস্য মোঃ খোকন প্রমূখ।

বক্তারা বলেন, সরকার বিরোধী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধ গুজব ও অপপ্রচার চালিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে৷ ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি যারা সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়