প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসকের অবহেলায় জুবায়ের হোসেন (২) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠছে। এতে এলাকার বিক্ষুদ্ধ লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের ওপর হামলা চালায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জিয়াউদ্দিন সাকিব জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বরলিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামের ইমরান হোসনের ছেলে জুবায়ের হোসেন নামের এক শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে মূমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ’সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ইসিজি করে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে শিশুটি বেঁচে আছে বলে ঘন্টাখানেক পর আবারো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এসময় আবারো দেখে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এসময় পৃর্বে ভুল চিকিৎসায় শিশুটির মৃতুর অভিযোগে চিকিৎসকদের সঙ্গে এলাকার বিক্ষুদ্ধ লোকজনের মধ্যে কথাকাটি হয়।
এতে এক পর্যায়ে তাঁর ওপর হামলা করলে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
শিশুটির চাচা মোহাম্মদ ইরফান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর ভাতিজা পুকুরে পানিতে ডুবে যাওয়ার পর পুকুর থেকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে মৃত ঘোষণা করেন। কিন্তু ভাতিজাকে বাড়িতে নিয়ে আসার পর আমরা দেখতে পায় আবার নড়াচড়া করছিল।
এতে দ্রুত আবারও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের পৃর্বের ইসিজি প্রতিবেদন নিয়ে ছিড়ে ফেলে এবং তাদের ওপর তেড়ে এসে হুমকি দেয়।
এসময় তাদের কে বা কারা চিকিৎসের ওপর হামলা করেছে তা জানিনা। তিনি বলেন, চিকিৎসকের অবহেলার কারণে তাঁর ভাতিজার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটি আবার বেঁচে আছে এমন অভিযোগ এনে স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে হামলা করেছে। একারণে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।