[english_date] | [bangla_day]

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহরের সৈকত আবাসিক এলাকার কটেজ জোনের ইকরা বিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা হাসপাতাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯)। সে বরগুনা জেলার খাইরুল ইসলাম পলামের মেয়ে। হোটেলে দেয়া তথ্য অনুযায়ী, মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়।

স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে। এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান থানার ওসি তদন্ত। এ প্রসঙ্গে জানতে হোটেলের একজন পরিচালককে ফোন দিলে মুঠোফোন রিসিভ করেননি।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়