[english_date] | [bangla_day]

মীরসরাইয়ের জোরারগঞ্জ আওয়ামী রাজনীতির অতীত বর্তমান

মীরসরাইয়ের জোরারগঞ্জ আওয়ামী রাজনীতির অতীত বর্তমান

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন দীর্ঘ কাল থেকে আওয়ামী রাজনীতিতে বেশ আলোচিত। সময়ে সময়ে ব্যাক্তি কেন্দ্রিক রাজনীতির দোলাচলে সরগরম হয়ে উঠত এ জনপদ। কখনো প্রয়াত দ্বীন এম রানা, কখনো ফারুক আহাম্মদ চৌধুরী প্রকাশ দ্বৈত্যরাজ, হাল সময়ের নাসির উদ্দিন দিদার, আনোয়ার হোসেন ইমন, করিম মাষ্টার অন্যতম।

জোরারগঞ্জে আওয়ামী লীগ রাজনীতিতে সবচেয়ে বেশি অবদান রেখে গেছেন প্রফুল্ল কুমার দেওয়াঞ্জি প্রকাশ কালু ডাঃ, প্রয়াত এনায়েত উল্লাহ্ সাব মিয়া, প্রয়াত মোঃ আলীসহ বেশ কয়েকজন বরেণ্য রাজনৈতিক ব্যাক্তিত্ব। আজ অপরাজনীতি আত্মীয়করণ এর ফলে ঐ নেতাদের অনেকের পরিবারের কাউকে আওয়ামী লীগের উপজেলা বা অন্যকোন স্থানে রাখা হয়নি।

প্রসঙ্গ ক্রমে এককজন আওয়ামী লীগ নেতা আক্ষেপ করে বলেছেন, ঐ তো সেদিন বিএনপি নেতা প্রয়াত কামাল উদ্দিন বালার ইউপি নির্বাচনে পাবলিসিটি করতে দেখা আনোয়ার হোসেন ইমন আজ উপজেলা আওয়ামী লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নজরে পড়ে আনোয়ার হোসেন ইমন তারপর তিনি ধীরে ধীরে ছাত্রলীগ রাজনীতিতে টেনে আনেন।আর ছাত্রলীগ রাজনীতিতে এসে পরিচয় হয় উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি প্রয়াত মোঃ আলী সাহেবের সাথে। তখন আলী সাহেবের জোরারগঞ্জে যাওয়া আসা হতো আজকের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর। সে সুবাধে পরিচয় পর্ন অতঃপর উপজেলা আওয়ামী লীগের সহঃপ্রচার সম্পাদক আজকের সাংগঠনিক সম্পাদক। গতবারের এ ন্যায় এবারও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে গুঞ্জন রয়েছে।

জোরারগঞ্জে বর্তমানে আরেক আলোচিত নাসির উদ্দিন দিদার। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পরবর্তীতে দীর্ঘ বছর দলীয় পদ-পদবী বঞ্চিত হলেও এবারের উপজেলা আওয়ামী লীগে সাংস্কৃতিক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন। এলাকায় বেশ দান খয়রাত, নেতাদের ভোজন আপ্যায়নে কার্পণ্য করছেন না। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনিও দলীয় মনোনয়ন চাইবেন এমনটি লোকমুখে প্রচার হচ্ছে।

ইউনিয়নের দক্ষিণ অঞ্চলে শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে সমাজকর্মে বেশ আলোচিত করিম মাষ্টার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিগত বেশ কয়েক বছর যাবত জনহিতকর কাজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তিনিও সামনের ইউপি চেয়ারম্যান এর জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ সেলিম বর্তমান উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক। চট্টগ্রামে তৈরী পোশাক শিল্পের স্টকলট সহ বিবিধ ব্যাবসায় অনেকটা সফল তিনিও ইউপি নির্বাচনে মনোনয়ন চাইতে পারেন বলে অনেকের মন্তব্য। ইতিপূর্বে বিভিন্ন সময়ে তার এমন বাসনার জানান দেয়া দেওয়ালে সাঁটানো পোষ্টার তাই জানান দেয়।

সর্বপরি একদা জোরারগঞ্জে আওয়ামী রাজনীতির প্রানশক্তি বলা হতো বর্তমান চেয়ারম্যান মকসুদ আহাম্মদ চৌধুরী। দুই যুগেরও বেশি সময় আগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। টানা কয়েকবারের চেয়ারম্যান। গেলো বছর হজ্জব্রত পালন করে আসছেন। নিজে কিছুটা ক্লান্তি নিয়ে অবসরে আসতে চান। শুভাকাঙ্ক্ষীরা তাঁকে না পেলে তাঁর ছেলে সাবেক ছাত্রনেতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানারাত চৌধুরী বাবুকে নিয়ে আসতে চান।

এ ইউনিয়নের আরেক ত্যাগী আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে আজ আওয়ামী রাজনীতিতে চরম অবহেলা অপ্রয়োজনীয় ব্যাক্তিতে রুপান্তরিত হয়ে অন্তর্জ্বালায় ভূগছেন। ঠাঁই হয়নি কোথাও আরেক ত্যাগী আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন ভূঁইয়ায়।
১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন থেকে এসে জোরারগঞ্জ নিবাস গড়া আওয়ামী লীগের আরেক নিবেদিত কর্মী যার গান নির্বাচনী ও আন্দোলনের মঞ্চ ভেদ করে ছড়িয়ে পড়তো গ্রাম গ্রামাঞ্চলে। সিরাজ বাঙালী তিনিও আজ আওয়ামী রাজনীতিতে মূল্যহীন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়