পটিয়া প্রতিনিধিঃ
ধর্ষণকারীদের কোন দল নেই, তাদের কোন ধর্ম, জাত নেই। তারা রাষ্ট্র , সমাজ, পরিবার ও জাতির শত্রু বলেছেন পটিয়ায় ধর্ষণের বিরুদ্ধে সর্বস্তরের মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পটিয়া পৌর আ’লীগের সহ সভাপতি আইয়ুব বাবুল।
সারাদেশের চলমান ধর্ষণকারীদের বিরুদ্ধে আন্দোলনের সাথে একাত্নতা ঘোষণা করে পটিয়ায় সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পটিয়ায় থানার মোড়ে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আ’লীগের সহ সভাপতি আইয়ুব বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগ নেতা এম নাছির উদ্দিন ( পদ্না) , সলিমুল্লাহ লিংকন, ফরিদ আহমদ, নুরুল আবছার, বি. কম শামসু, মুক্তিযোদ্ধা আহমদ নূর, মুক্তিযোদ্ধা আমিনুল হক, ব্যাংকার নুরুল ইসলাম, অধ্যাপক রওশনগীর আমিরী, আবু তাহের, শহিদুল ইসলাম জুলু, শিমুল ধর, বি. এম নাজিম, মাহবুবুল আলম সহ পটিয়ার সর্বস্তরের জনসাধারন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারী কোন দলের হতে পারে না। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদন্ড হওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ ধর্ষণ করার দুঃসাহস করতে না পারে। তারা আরো বলেন, ধর্ষনের বিরুদ্ধে সারাদেশে চলমান এই আন্দোলনকে কাজে লাগিয়ে যারা সরকার পতনের নীল নকশা আঁকছেন তারা সাবধান হয়ে যান। ধর্ষণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবি জানান তারা।