[english_date] | [bangla_day]

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মোঃ সাইফুল (৩২) ভাটিয়ারী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে বলে জানা গেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন ৪ অক্টোবর রবিবার বাদী হয়ে এই মামলা করেন। উক্ত মামলায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সীতাকুণ্ড মডেল থানায় এই মামলা করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত মোঃ সাইফুল (৩২) কুমিল্লার নাঙ্গলকোট থানার হেসাখালী ইউনিয়নের আনজিয়াপাড়া ( ভুঁইয়া বাড়ী) গ্রামের মোঃ নেজাম উদ্দীনের ছেলে সাইফুল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জেএস সাইফুল ইসলাম নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হেয় করার উদ্দেশ্য বিকৃতভাবে ছবি পোস্ট করা হয়েছে। মানহানিকর ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়