নগরীতে বাইক-পিকআপ সংঘর্ষে এক যুবকের মৃত্যু
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বোয়ালখালীর এক যুবকের মুত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মো. রায়হান (২৫) বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার আব্দুল মজিদের ছেলে।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, লালখান বাজার থেকে মুরাদপুরের দিকে যাওয়ার পথে গরীবউল্লাহ শাহ মাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দ্রুত গতির মোটরসাইকেলের সাথে পিকআপের সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী রায়হানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর তিনি মারা যান।
দুর্ঘটনার পর চালকসহ পিকআপটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
তিনি আরো জানান, “মোটরসাইকেল আরোহী পেছন থেকে পিকআপের পেছনে ধাক্কা দিয়েছে। তবে পিকআপটি সেখানে দাঁড়ানো ছিল নাকি চলন্ত অবস্থায় ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া জানান, স্থানীয় লোকজনের সহায়তায় আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত