[english_date] | [bangla_day]

কুতুবদিয়া সরকারি কলেজের নতুন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সন্তোষ কুমার দাশ

কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সন্তোষ কুমার দাশ ১ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ হতে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব গ্রহন করছেন। তিনি সাবেক অধ্যক্ষ মোঃ নুরুচ্ছফা’র স্থলাভিষিক্ত হন৷ বিষয় টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক শওকতুল ইসলাম সিকদার৷

অধ্যক্ষ সন্তোষ কুমার দাশ ১লা ফেব্রুয়ারি ১৯৬১ খ্রীস্টাব্দে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামে এক সম্ভান্ত্র পরিবার জন্মগ্রহন করেন। উনার পিতা বাবু স্বর্গীয় অশ্বিনী দাশ এবং মাতা মিনু দাশ। তিনি ৭ ভাইবোনের মধ্যে সবার বড়। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।এরপর তিনি কক্সবাজারের ও বান্দরবনে পৈত্রিক ব্যবসা দেখা শুনা করেন। সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত এই অধ্যাপক ১৪ আগষ্ট ১৯৯০ সালে কুতুবদিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন৷ তিনি সংসার জীবনে দুই কন্যা সন্তানের জনক।

এ ব্যাপারে অধ্যক্ষ সন্তোষ কুমার দাশ বলেন, আপাতত করোনার প্রভাবে শিক্ষার্থীদের সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না তবে সারা দেশের ন্যায় সরকার কতৃক অনলাইন ক্লাসের যে ব্যাবস্থা করা হয়েছে সেটা আমরা ৪ অক্টোবর থেকে শুরু করতে সক্ষম হয়েছি, করোনার প্রভাব কাটিয়ে উঠলে সরকারি নির্দেশনা অনুযায়ী যথাসময়ে শিক্ষার্থীদের সরাসরি ক্লাস শুরু করব৷ কুতুবদিয়া কলেজের লেখাপড়ার মান উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা আমি চালিয়ে যাব৷ এ ব্যাপারে শিক্ষিত ও সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়